দ্বিতীয় দিনের সকালটা বাংলাদেশের

178

পাল্লেকেলে, ৩০ এপ্রিল ২০২১ (বাসস) : শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের সকালটা নিজেদের করে নিলো বাংলাদেশ।
এই সেশনে ২৬ ওভারে ৪৩ রানের খরচে শ্রীলংকার ৩ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের বোলাররা। প্রথম দিন ৯০ ওভারে করা ১ উইকেটে ২৯১ রান নিয়ে খেলতে নামে শ্রীলংকা। মধ্যাহ্ন-বিরতির পর্যন্ত লংকানদের স্কোর ১১৬ ওভারে ৪ উইকেটে ৩৩৪ রান।
লাহিরু থিরিমান্নে ১৩১ রান নিয়ে শুরু করে ১৪০ রানে আউট হন। থিরিমান্নেকে শিকার করে বাংলাদেশকে দিনের প্রথম ব্রেক-থ্রু এনে পেসার তাসকিন আহমেদ। ১৫টি চারে ২৯৮ বলে নিজের ইনিংসটি সাজান থিরিমান্নে।
থিরিমান্নের পর শ্রীলংকার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজকেও শিকার করেন তাসকিন। ৫ রান করেন ম্যাথুজ।
তাসকিনের সাথে আজ উইকেট শিকারের তালিকায় নাম তুলেন স্পিনার তাইজুল ইসলামও। প্রথম টেস্টে ১৬৬ রান করা ধনাঞ্জয়া ডি সিলভাকে ২ রানের বেশি করতে দেননি তাইজুল।
ওশাদা ফার্নান্দো ৪০ রান নিয়ে শুরু করে ৬৫ রানে অপরাজিত আছেন। তার সঙ্গী পাথুম নিশাঙ্কার সংগ্রহ শুন্য।
বাংলাদেশের তাসকিন ৮৬ রানে ২টি, শরিফুল ৫৯ ও তাইজুল ৬২ রানে ১টি করে উইকেট নিয়েছেন।