বাসস বিদেশ-১ : ভারতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রথম দফার কোভিড জরুরি ত্রাণ সরবরাহ

99

বাসস বিদেশ-১
ভারত-স্বাস্থ্য-ভাইরাস
ভারতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রথম দফার কোভিড জরুরি ত্রাণ সরবরাহ
নয়াদিল্লী, ৩০ এপ্রিল, ২০২১ (বাসস ডেস্ক) : মহামারী করোনাভাইরাসের সংক্রমণ অনেক বেড়ে যাওয়ায় ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়া ভারতকে সহায়তায় দেয়া যুক্তরাষ্ট্রের প্রথম দফার কোভিড জরুরি ত্রাণ সরবরাহ নয়াদিল্লীতে পৌঁছেছে। শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর একটি বিমানে করে দেশটিতে এসব ত্রাণ পৌঁছে দেয়া হয়। খবর এএফপি’র।
ভারতের রাজধানী ব্যাপক মহামারী সংকট মোকাবেলায় লড়াই করে যাওয়ায় চার শতাধিক অক্সিজেন সিলিন্ডার, অন্যান্য হাসপাতাল সরঞ্জামাদি এবং প্রায় ১০ লাখ র‌্যাপিড করোনাভাইরাস টেস্ট কিট বহন করা ওই সামরিক বিমান নয়াদিল্লীর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বাসস/এমএজেড/১১৫৫/-আসাচৌ