বাসস দেশ-৫২ : বৃষ্টিপাত বাড়বে, কমতে পারে তাপমাত্রা

145

বাসস দেশ-৫২
আবহাওয়াÑআপডেট
বৃষ্টিপাত বাড়বে, কমতে পারে তাপমাত্রা
ঢাকা, ২৯ এপ্রিল, ২০২১ (বাসস) : দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত বাড়তে পারে। ফলে কমবে তাপমাত্রা । আজ সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর,রাজশাহী,ময়মনসিংহ,ঢাকা,খুলনা এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যস্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা অঅকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাাপমাত্রা রাজারহাটে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে,সীতাকুন্ড,রাঙামাটি,চাঁদপুর,নোয়াখালী,ফেনী,রাজশাহী এবং পাবনা অঞ্চলসহ ঢাকা,ময়মনসিংহ ,সিলেট,খুলনা এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। আগামী পাঁচ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। ঢাকায় শুক্রবার সূর্যোদয় ভোর ৫ টা ২৫ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২৭ মিনিটে।
বাসস/সবি/এসএস/২০৩৫/এবিএইচ