বাসস দেশ-৫১ : শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে নাটোরে ভার্চুয়াল সভা

198

বাসস দেশ-৫১
ভার্চুয়াল-সভা
শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে নাটোরে ভার্চুয়াল সভা
নাটোর, ২৯ এপ্রিল, ২০২১ (বাসস) : শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে জেলায় ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।
সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্যে আলোকিত মানুষ চাই। আলোকিত মানুষ তৈরী করতে গুণগতমানের শিক্ষা নিশ্চিত করার কোন বিকল্প নেই। এই শিক্ষা হতে হবে সমতাভিত্তিক এবং অংশগ্রহণমূলক।
গ্লোবাল একশন উইক ফর এডুকেশন উদযাপন উপলক্ষে স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘আলো’ গণস্বাক্ষরতা অভিযানের সহযোগিতায় এই সভার আয়োজন করে।
সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন- আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা। ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে বক্তব্য রাখেন- জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদ উদ্দিন আহমেদ, এমকে অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক জালালুম বাঈদ, বাসস সংবাদদাতা ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।
বাসস/এনডি/সংবাদদাতা/২০২৫/কেজিএ