বাসস দেশ-৪৬ : চট্টগ্রামে মাস্ক না পরায় ১১ জনের বিরুদ্ধে মামলা

129

বাসস দেশ-৪৬
চট্টগ্রাম-ভ্রাম্যমাণ আদালত
চট্টগ্রামে মাস্ক না পরায় ১১ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম, ২৯ এপ্রিল ২০২১ (বাসস) : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার নগরীর বহদ্দারহাট, বাদুরতলা, চকবাজার, গনি বেকারি ও জামালখান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত পরিচালনাকালে ম্যাজিস্ট্রেট করোনা ভাইরাসরোধে জনসাধরণকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করেন এবং উপস্থিত জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন।
এ সময় করোনা ভাইরাস রোধ সংক্রান্ত স্বাস্থ্যবিধি লংঙ্ঘন করে মাস্ক না পরে বাইরে বের হওয়ার দায়ে ১১ জন পথচারীর বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ২ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করা হয়। আদালত পরিচালনা করেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেসাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। অভিযান পরিচালনাকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
বাসস/জিই/কেএস/২০০০/অমি