বাসস ক্রীড়া-১৫ : ২০ বছর পর করুনারত্নে -থিরিমান্নের রেকর্ড

125

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-পাল্লেকেলে টেস্ট
২০ বছর পর করুনারত্নে -থিরিমান্নের রেকর্ড
পাল্লেকেলে, ২৯ এপ্রিল, ২০২১ (বাসস) : বাংলাদেশের বিপক্ষে টেস্ট ফরম্যাটে উদ্বোধনী জুটিতে নয়া রেকর্ড গড়লেন শ্রীলংকার দুই ওপেনার অধিনায়ক দিমুথ করুনারতেœ ও লাহিরু থিরিমান্নে। ২০ বছরের পুরনো রেকর্ড ভাঙ্গলেন তারা।
ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হওয়া দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা। দলের হয়ে ইনিংস শুরু করেন করুনারতেœ ও থিরিমান্নে। ৬৩ দশমিক ১ ওভার ব্যাট করে ২০৯ রান করেন তারা।
করুনারতেœ ও থিরিমান্নের জুটি ভাঙ্গেন অভিষেক ম্যাচ খেলতে নামা বাংলাদেশের বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। ততক্ষণে বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী জুটিতে নয়া রেকর্ড গড়ে ফেলের তারা। বাংলাদেশের বিপক্ষে টেস্টে উদ্বোধনী জুটিতে এই ২০৯ রানই সর্বোচ্চ।
এর আগের রেকর্ডটি ছিলো ১৪৪ রানের। ২০০১ সালে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে উদ্বোধনী জুটিতে ১৯ দশমিক ৪ ওভারে ১৪৪ রান করেছিলেন মারভান আতাপাত্তু ও ঐ ম্যাচের অধিনায়ক সনাথ জয়সুরিয়া। আতাপাত্তু ও জয়সুরিয়ার রেকর্ড দখলে নিলেন করুনারতেœ ও থিরিমান্নে।
বাসস/এএমটি/১৯৩৫/স্বব