বাসস দেশ-৩৬ : নড়াইলে সাংস্কৃতিক কর্মীদের পাশে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সাংস্কৃতিক চর্চা কেন্দ্র

121

বাসস দেশ-৩৬
ঈদ-শুভেচ্ছা-উপহার
নড়াইলে সাংস্কৃতিক কর্মীদের পাশে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সাংস্কৃতিক চর্চা কেন্দ্র
নড়াইল, ২৯ এপ্রিল, ২০২১ (বাসস) : জেলায় করোনায় কর্মহীন হয়ে পড়া সাংস্কৃতিক কর্মীদের পাশে দাঁড়ালো বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সাংস্কৃতিক চর্চা কেন্দ্র।
বৃহস্পতিবার সংগঠনটির যাত্রার প্রথম দিনে নড়াইলের ১০টি সাংস্কৃতিক সংগঠনের ৬০জন শিল্পীর মধ্যে ঈদের শুভেচ্ছা উপহার সামগ্রী পৌঁছে দেয়।
বিকেলে বরেণ্য চিত্রশিল্পী সুলতান মঞ্চের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে অনাড়ম্বর এক অনুষ্ঠানে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আহবায়ক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দীন নিলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, নড়াইল জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ড, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিটু, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সদস্য সচিব সালাউদ্দীন শিতল প্রমুখ।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯১৫/কেজিএ