বাসস দেশ-৩১ : কেরানীগঞ্জে ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে ৫ প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা

87

বাসস দেশ-৩১
ভ্রাম্যমাণ আদালত-জরিমানা
কেরানীগঞ্জে ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে ৫ প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা
ঢাকা, ২৯ এপ্রিল, ২০২১ (বাসস) : রাজধানীর অদূরে কেরানীগঞ্জ এলাকায় অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রির দায়ে ৫টি প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র‌্যাব-১০ এর এএসপি (মিডিয়া) এনায়েত কবীর সোয়েব আজ বৃহস্পতিবার বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিওিতে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা এলাকায় বুধবার বেলা ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে এ জরিমানা করেন।
এসময় মাসুম বেকারী এন্ড কনফেকশনারীকে দু’লাখ পঞ্চাশ হাজার টাকা, আল আমিন সুইটস্ এন্ড রেস্টুরেন্টকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা, বিসমিল্লাহ হোটেলকে এক লাখ টাকা, তিতাস বেকারীকে এক লাখ টাকা ও সততা কনজুমার ফুডস্ প্রোডাক্টকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
দীর্ঘদিন ধরে এসব অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল।
বাাসস/সংবাদদাতা/এফএইচ/১৮৫০/অমি