বাসস ক্রীড়া-১১ : লিপজিগের নতুন কোচ মার্শ

100

বাসস ক্রীড়া-১১
ফুটবল-লিপজিগ-কোচ
লিপজিগের নতুন কোচ মার্শ
বার্লিন, ২৯ এপ্রিল ২০২১ (বাসস/এএফপি) : আগামী জুলাইয়ে আরবি লিগজিগের প্রধান কোচের দায়িত্ব গ্রহন করবেন আমেরিকান কোচ জেসে মার্শ। বুন্দেসলিগার ক্লাবটি আজ এই ঘোষণা দিয়েছে। ক্লাবটি জানায়, বায়ার্ন মিউনিখে যোগ দিতে যাওয়া নাগলসম্যানের স্থালাভিষিক্ত হতে যাচ্ছেন রেড বুলস সালজবুর্গের কোচ।
লিপজিগের স্পোর্টিং ডিরেক্টর অলিভার মিন্টলাফ বলেন,‘ জেসে মার্শকে নিয়োগের মাধ্যমে আমরা আমাদের আদর্শ প্রার্থীকে নিয়োগ দিতে সক্ষম হয়েছি। শীর্ষস্থানীয় এই কোচের সাহায্য নিয়ে আমরা ক্লাবের গুরুত্বপুর্ন অবস্থান পুরণ করতে পারব। ’
৪৭ বছর বছর বয়সি মার্শ আগামী ১ জুলাই লিপজিগের বর্তমান কোচ নাগলসম্যানের কাছ থেকে দায়িত্ব বুঝে নিবেন। মঙ্গলবার নাগলসম্যনকে বায়ার্ন মিউনিখের পরবর্তী কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে।
এর আগে মার্কিন জাতীয় ফুটবল দলের সহকারী কোচের দায়িত্বও পালন করেছেন মার্শ। লিপজিগের দায়িত্বটি হবে কোচ হিসেবে তার তৃতীয় চাকুরি। এর আগে ক্লাবটিতে সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। ২০১৯ সালে লিপজিগ ছেড়ে সালজবুর্গে যোগ দেন তিনি। প্রথমবারের মত মুল কোচের দায়িত্ব নিয়ে ক্লাবটিকে তিনি অস্ট্রিয়ার ঘরোয়া লিগ শিরোপা এনে দেয়ার পাশাপাশি দুই বার জয় করেছেন কাপ শিরোপা।
বাসস/এএফপি/এমএইচসি/১৭২৫/স্বব