সর্বোত্তম যৌক্তিক অর্জন হিসেবে কোভিডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লড়াইয়ের প্রশংসা বাইডেনের

235

ওয়াশিংটন, ২৯ এপ্রিল, ২০২১ (বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার কংগ্রেসে দেয়া তার প্রথম ভাষণে বলেছেন, দেশবাসী মহামারী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ায়ে তার দেশ ব্যাপক যৌক্তিক সফলতা অর্জন করেছে। খবর এএফপি’র।
কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া এ ভাষণে প্রেসিডেন্ট বলেন, ‘আপনাদের কারণে (আমেরিকান জনগণ) ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এ মহামারীর বিরুদ্ধে আমাদের গত ১০০ দিনের এই অগ্রগতিকে আমাদের দেশের এ যাবতকালের সর্বোত্তম যৌক্তিক অর্জনগুলোর অন্যতম হিসেবে দেখা হচ্ছে।’
৭৮ বছর বয়সী বাইডেন বলেন, গত জানুয়ারি থেকে কোভিড রোগে বয়স্কদের মৃত্যু হার প্রায় ৮০ শতাংশ হ্রাস পেয়েছে এবং যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি বয়স্ক নাগরিক কমপক্ষে এক ডোজ টিকা নিয়েছেন।