বাসস দেশ-৭ : বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই দেশের আরো উন্নতি হতো : সংস্কৃতিমন্ত্রী

167

বাসস দেশ-৭
সংস্কৃতিমন্ত্রী-শিশু-কেন্দ্র
বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই দেশের আরো উন্নতি হতো : সংস্কৃতিমন্ত্রী
নীলফামারী, ২৯ আগস্ট, ২০১৮ (বাসস) : সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ মধ্যম আয়ে উন্নীত হয়েছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই দেশের আরো উন্নতি হতো। এর মাঝে যারা ক্ষমতায় এসেছিলেন তারা দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করেছিলেন।’
আজ বুধবার দুপুরে নীলফামারীতে পরিবার পরিকল্পনা বিভাগের মা ও শিশু কল্যাণ কেন্দ্র চত্ত্বরে এই বিভাগের জেলা কার্যালয় নির্মাণের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘১৯৭২ সালে ধ্বংসপ্রাপ্ত দেশটাতে বঙ্গবন্ধু দায়িত্ব নিয়েছিলেন মানুষের মুখে ভাত তুলে দেওয়ার জন্য। স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সব ক্ষেত্রের উন্নয়নের চিন্তা করেছিলেন তিনি। আজ তারই চিন্তার আলোকে দেশ মধ্যম আয়ে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যে উন্নয়ন হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে ওই ভবন নির্মাণ শুরু হচ্ছে।’
স্বাস্থ্য প্রকৌশল বিভাগের অধীনে চার কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ছয়তলা ওই ভবনের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আফরোজা বেগেমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন জাহাঙ্গীর আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুইয়া প্রমুখ।
পরে মন্ত্রী দুই কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে শিক্ষা প্রকৌশল দপ্তরের বাস্তবায়নে মশিউর রহমান ডিগ্রি কলেজের চার তলা আইসিটি ভবনের উদ্বোধন করেন।
বাসস/সংবাদদাতা/এমএন/১৬১০/শহক