ভারতে কোভিড মোকাবিলায় ১০০ মিলিয়ন ডলারের সহযোগিতা যুক্তরাষ্ট্রের

225

ওয়াশিংটন, ২৯ এপ্রিল, ২০২১ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্র বুধবার বলেছে, ভারতে ভয়াবহ করোনা মোকাবিলায় প্রথম ফ্লাইটে প্রায় দশ লাখ ইনস্ট্যান্ড টেস্টসহ ১০০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের সামগ্রী পাঠিয়েছে।
হোয়াইট হাউস বলেছে, একটি সামরিক বিমান প্রথম ফ্লাইট হিসাবে বৃহস্পতিবার দিল্লী পৌঁছাচ্ছে, যুক্তরাষ্ট্রের মিত্র ভারতের সহায়তায় প্রেসিডেন্ট জো বাইডেনের অঙ্গীকার ঘোষণার পর এই সরবরাহ পাঠানো হলো।
প্রথম চালানে ১৫মিনিটে কোভিড শনাক্ত করে এমন ৯ লাখ ৬০ হাজার র‌্যাপিড টেস্ট এবং সম্মুখ সারির স্বাস্থ্যকর্মীদের জন্য ১ লাখ এন ৯৫ মাস্ক পাঠানো হয়েছে। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট এ কথা জানায়।
হোয়াইট হাউস বলেছে, আসছে দিনগুলোতে সহযোগিতা নিয়ে যে সব ফ্লাইট আসবে এতে ১০০ মিলিয়ন ডলারের বেশী পণ্য থাকবে। এর মধ্যে রয়েছে ১০০০ অক্সিজেন সিলিন্ডার ১,৭০০ কনসেন্টেটেটর যা বাতাস থেকে অক্সিজেন শোষণ করে।
হোয়াইট হাউস বলেছে, তারা ভারতে ২০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন উৎপাদন সামগ্রী পাঠিয়েছে।