বাসস ক্রীড়া-২ : বাংলাদেশের ক্যাচ মিসে প্রথম সেশন শ্রীলংকার

95

বাসস ক্রীড়া-২
ক্রিকেট-দ্বিতীয় টেস্ট-মধ্যাহ্ন-বিরতি
বাংলাদেশের ক্যাচ মিসে প্রথম সেশন শ্রীলংকার
পাল্লেকেলে, ২৯ এপ্রিল ২০২১ (বাসস) : দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলংকার বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিং-এ সফরকারী বাংলাদেশ।
ব্যাট হাতে নেমে প্রথম দিনের মধ্যাহ্ন-বিরতির পর্যন্ত ২৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান করেছে শ্রীলংকা। অধিনায়ক দিমুথ করুনারতেœ ও লাহিরু থিরিমান্নে ৩২ রান করে অপরাজিত আছেন।
অবশ্য প্রথম সেশনেই উইকেট শিকারের আনন্দ করতে পারতো বাংলাদেশ। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের করা ২০তম ওভারের শেষ বলে স্লিপে ক্যাচ ফেলেন নাজমুল হোসেন শান্ত। এতে ২৮ রানে জীবন পান করুনারতেœ।
এই টেস্টের একাদশে একটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। পেসার এবাদত হোসেন চৌধুরির পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। এ ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হলো তার। ইতোমধ্যে জাতীয় দলের হয়ে ৩টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন শরিফুল।
ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি। একই ভেন্যুতে হয়ে যাওয়া সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিলো।
বাসস/এএমটি/১২৪০/স্বব