বাসস বিদেশ-৮ : হংকংয়ে স্ত্রী হত্যার অভিযোগে অধ্যাপক গ্রেফতার

143

বাসস বিদেশ-৮
হংকং-অপরাধ
হংকংয়ে স্ত্রী হত্যার অভিযোগে অধ্যাপক গ্রেফতার
হংকং, ২৯ আগস্ট, ২০১৮ (বাসস ডেস্ক) : স্ত্রী হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হংকং বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে গ্রেফতার করা হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
পুলিশ তার অফিসে রাখা একটি স্যুটকেসের ভেতর থেকে লাশটি উদ্ধার করে।
কর্মর্তারা ওই নারীর গলায় বৈদ্যুতিক তার পেঁচানো অবস্থায় পান। ৫৩ বছর বয়সী চেউং কি চাং এর কার্যালয়ে একটি বড় কাঠের বাক্সে স্যুটকেসটি লুকানো ছিল।
ম্যাকানিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী এই অধ্যাপক ২০ আগস্ট থেকে তার স্ত্রী নিখোঁজ বলে জানিয়েছিলেন।
তিনি জানিয়েছিলেন, তাদের মধ্যে ঝগড়া হলে তার স্ত্রী রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
পুলিশ সিসিটিভি থেকে তার স্ত্রীর বাড়ির বাইরে যাবার ফুটেজ পায়নি। অথচ চেউংকে বড় একটি কাঠের বাক্স আঙ্গিনার বাইরে নিতে দেখে। তখন চেউয়েং কে তারা সন্দেহ করতে শুরু করেন।
মঙ্গলবার বিকেলে পুলিশ চেউংয়ের অফিস তল্লাশী করে। অফিসটি শিক্ষকদের ডর্মেটরি থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে। এখানে চেউং তার স্ত্রী ও বাচ্চাদের নিয়ে থাকতেন।
বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ঝাং জিয়াং বুধবার বলেছেন, এই হত্যার ঘটনা শুনে তিনি স্তব্ধ ও দুঃখিত।
তিনি একে একটি মর্মান্তিক ঘটনা হিসেবে আখ্যায়িত করেন।
বাসস/কেএআর/১৫৫০/জুনা