বাসস দেশ-২ : কুমিল্লায় ১৫ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

113

বাসস দেশ-২
জরিমানা
কুমিল্লায় ১৫ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা
কুমিল্লা (দক্ষিণ), ২৯ এপ্রিল, ২০২১ (বাসস) : রমজান মাসে তরমুজের দাম স্থিতিশীল রাখতে আজ বৃহস্প্রতিবার সকাল ১০টায় কুমিল্লার শানসগাছা ও বাদশা মিয়া বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলাম বাসসকে বলেন, কুমিল্লার শাসনগাছা ও বাদশা মিয়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৫ জন ব্যবসায়ীকে ভোক্তা ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তদারকিকালে হ্যান্ড মাইকের মাধ্যমে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, দৃশ্যমান স্থানে শতভাগ দোকানের মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং ক্রেতা-বিক্রেতা উভয়কে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেয়া হয়। অভিযানে জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।
বাসস/এনডি/সংবাদাতা/১১২৬/নূসী