বাসস দেশ-৪০ : বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট চালু

155

বাসস দেশ-৪০
বগুড়া-অক্সিজেন প্ল্যান্ট
বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট চালু
বগুড়া, ২৮ এপ্রিল, ২০২১ (বাসস): জেলায় আজ ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট চালু হয়েছে।
আজ বুধবার দুপুরে এ প্ল্যান্টটি উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
এ সময় জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. টি এম নুরুজ্জামান সঞ্চয়, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তররের নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু প্রমুখ উপস্থিত ছিলেন।
হাসপাতলের তত্ত্বাবধায়ক এ টি এম নুরুজ্জামাম জানান, কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহের জন্য হাসপাতালের ৪টি ওয়ার্ড, জরুরি বিভাগ, কেবিন, অপারেশন থিয়েটারসহ ২২৩ টি পয়েন্ট করা হয়েছে। এই ২২৩ টি পয়েন্ট থেকে সমপরিমান বেডে অক্সিজেন সরবরাহ করা যাবে।
তিনি জানান একলিটার লিকুইড অক্সিজেন দিয়ে ৮৪০ লিটার অক্সিজেন গ্যাস তৈরি হবে। এই প্ল্যান্ট নির্মাণে ব্যয় হয়েছে তিন কোটি ৮৮লাখ টাকা।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯৪৫/-এমকে