বাসস দেশ-২২ : হাবিবুল্লাহ সিরাজীর শারীরক অবস্থা স্থিতিশীল

103

বাসস দেশ-২২
হাবিবুল্লাহ সিরাজী-স্থিতিশীল
হাবিবুল্লাহ সিরাজীর শারীরক অবস্থা স্থিতিশীল
ঢাকা, ২৮ এপ্রিল, ২০২১ (বাসস) : বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সফল অপারেশনের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আজ বুধবার দুপুরে বাংলাএকাডেমির সচিব এ এইচ এম লোকমান বাসসকে জানান, গত ২৫ এপ্রিল বেলা ১১ টায় পেটে ব্যথা নিয়ে তিনি রাজধানীর দারুস সালামের স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা তার চিকিৎসার জন্য বোর্ড গঠন করেন। নানা ডায়ালিসিসের পর হাবিবুল্লাহ সিরাজীর পেটে ইনটেস্টিনাল অবসট্রাকশন (পেটে নাড়ীভুড়ি পেঁচিয়ে যাওয়া ) অপারেশন করতে গিয়ে বৃহদান্ত্রের পাশে বড় আকারের একটি টিউমার ব্লাষ্টের অস্তিত্ব পান।
হাসপাতালের আরএমও’র উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, গতকালকের চেয়ে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বর্তমানে হাবিবুল্লাহ সিরাজীকে ৭২ ঘন্টা পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বাসস/সবি/এসএস/১৬১৫/এএএ