বাসস বিদেশ-৭ : প্রশান্ত মহাসাগরীয় তিনটি দ্বীপে সুনামি সতর্কতা জারি

167

বাসস বিদেশ-৭
ভূমিকম্প-সুনামী
প্রশান্ত মহাসাগরীয় তিনটি দ্বীপে সুনামি সতর্কতা জারি
সিডনি, ২৯ আগস্ট, ২০১৮ (বাসস ডেস্ক) : প্রশান্ত মহাসাগরে ভয়াবহ ভূমিকম্পের পর তিনটি দ্বীপ নিউ ক্যালিডনিয়া, ফিজি ও ভানুয়াতুতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
ভূকম্পবিদগণ বুধবার এই সতর্কতা জারি করেন। খবর এএফপি’র।
সুনামি সতর্ককরণ কেন্দ্র জানায়, সুনামির সময়ে মহাসাগরের ঢেউয়ের তরঙ্গসীমা এক মিটার (৩ দশমিক ২ ফিট) উচ্চতায় প্রবাহিত হতে পারে।
নিউ ক্যালিডনিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় ৭ দশমিক ১ মাত্রায় ভূমিকম্প হওয়ায় মহাসাগরের ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে শুণ্য দশমিক ৩ থেকে ১ মিটার উচ্চতায় পৌঁছাতে পারে।
বাসস/কেকে/১৪৪০/জুনা