বাসস দেশ-১১ : পিরোজপুরে ১ কোটি ১০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

113

বাসস দেশ-১১
কারেন্ট জাল
পিরোজপুরে ১ কোটি ১০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ
পিরোজপুর, ২৮ এপ্রিল, ২০২১ (বাসস) : চলতি মাসের ১ তারিখ থেকে আজ ২৮ এপ্রিল পর্যন্ত এ জেলার বিভিন্ন নদনদীতে অভিযান চালিয়ে ১ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের ২৩ লক্ষ ৪৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এছাড়া ও ১০২টি অন্যান্য জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে। এ নিয়ে জাটকা নিধন প্রতিরোধে গত বছরের ১ নভেম্বর থেকে এ পর্যন্ত ৫ কোটি ১৩ লাখ টাকা মূল্যের ৪৬৯টি জাল জব্দ করা হয়েছে।
এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা আহরণ করার অপরাধে ১৩৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন। জেলা মৎস্য কর্মকর্তাগণ ৩ লক্ষ টি গলদা রেণু পোনা আটক করেছে। পিরোজপুরের জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল বারী জানিয়েছেন, জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়নে মৎস্য বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ বাহিনী, কোষ্টগার্ড ও নৌবাহিনীসহ সংশ্লিষ্ট সকলেই একযোগে এ জেলায় কাজ করছে। জাটকা নিধন বন্ধে তৎপরতা অব্যহত থাকায় ইলিশের উৎপাদন এ জেলায় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ইলিশ মৌসুমে জেলার বিভিন্ন হাটবাজারে দেড় থেকে দুই কেজি ওজনের ইলিশ এর সরবরাহ প্রচুর পরিমাণে পরিলক্ষিত হচ্ছে গত ৩-৪ বছর ধরে। আসন্ন ইলিশ মৌসুমেও প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যাবে এবং মূল্যও সহনশীল থাকবে বলে জেলা মৎস্য বিভাগের একটি সূত্র আশা প্রকাশ করেছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১২৪০/নূসী