পিরোজপুরে ৩৩৩ নম্বরে কল করলেই মিলবে মানবিক সহায়তা

218

পিরোজপুর, ২৮ এপ্রিল, ২০২১ (বাসস) : মহামারী করোনা এবং প্রাকৃতিক দুূর্যোগে হতাহতদের ৩৩৩ নম্বরের ফোন পেয়ে তাৎক্ষণিক মানবিক সহায়তা দেয়ার জন্য পিরোজপুরে ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ও ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা বরাবরে প্রেরিত পত্রে নির্দেশনা দিয়েছে যে কোভিড- ১৯ এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপ করায় মানবিক সহায়তা প্রদানের জন্য এ অর্থ খরচ করা যাবে। সরকারি তথ্য ও সেবার জন্য নির্ধারিত ৩৩৩ নম্বরে কল করে সাহায্য পেতে ইচ্ছুক যেকোন নাগরিক আবেদন জানালে তাৎক্ষণিকভাবে তাকে সাহায্য প্রদানের ব্যবস্থা গ্রহণ করবে জেলা প্রশাসন।
৩৩৩ নম্বরে কল করে আবেদন জানালে তাকে চাল, ডাল, তেল, লবন, আলু ইত্যাদি খাদ্য সহায়তা প্রদান করা হবে। উল্লেখিত মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে জেলা প্রশাসকের অনুকূলে ইতোমধ্যেই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে বরাদ্দকৃত অর্থ ছাড় করা হয়েছে।