ভারতের আসাম রাজ্যে শক্তিশালী ভূমিকম্প

300

নয়াদিল্লী, ২৮ এপ্রিল, ২০২১ (বাসস ডেস্ক) : ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে বুধবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অনেক ভবনের ক্ষতি হলেও তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা একথা জানান। খবর এএফপি’র।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬। এর উৎপত্তিস্থল ছিল ভূটানের সাথে ভারত সীমান্তের কাছের একটি পার্বত্য অঞ্চলে। উৎপত্তিস্থল থেকে কয়েশ’ কিলোমিটার দূরের ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যে এ ভূমিকম্প অনুভূত হয়।
উৎপত্তিস্থল থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরের তাজপুর নগরীতে ভূমিকম্পের বড় ঝাঁকুনি অনুভূত হয়। সেখানের বাসিন্দারা জানান, এতে লোকজন আতংকগ্রস্ত হয়ে পড়ে এবং ঘরবাড়ি ছেড়ে দ্রুত রাস্তায় নেমে আসে। এতে নগরীর বেশকিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
এ রাজ্যের রাজধানী গোয়াহাটিতেও এ ভূমিকম্পে ভবন কেঁপে উঠে এবং এতে অনেক দেয়ালে ফাঁটল দেখা দিয়েছে। বাসিন্দারা জানান, সেখানে পরপর দু’দফা বড় ভূমিকম্প অনুভূত হয়।
ইউএসজিএস জানায়, আসামের উত্তরের ঢাকিয়াজুলি শহরের পার্বত্য এলাকায় ভূপৃষ্ঠের মাত্র ২৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।