বাসস ক্রীড়া-১৬ : ‘অক্সিজেন’ কিনতে ৫০ হাজার ডলার অনুদান কামিন্সের

144

বাসস ক্রীড়া-১৬
ক্রিকেট-কামিন্স
‘অক্সিজেন’ কিনতে ৫০ হাজার ডলার অনুদান কামিন্সের
কলকাতা, ২৭ এপ্রিল ২০২১ (বাসস) : ভারতে করোনা পরিস্থিতির ভয়াবহতায় আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এলেন কলকাতা নাইট রাইডার্সের অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। ভারতের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ হাজার ডলার (প্রায় ৩৮ লক্ষ টাকা) অনুদান দিলেন কামিন্স।
টানা ছয় দিন ৩ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে ভারতে। করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় অক্সিজেন, আইসিইউ, হাসপাতাল সবকিছুরই ভয়াবহ সংকট দেখা দিয়েছে। তাই অক্সিজেন কিনতে আর্থিক সহায়তায় এমন উদ্যোগ নিলেন কামিন্স।
করোনা আক্রান্ত মানুষদের পাশে দাঁড়ানোর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিশ্চিত করেছেন কামিন্স, ‘ভারতকে খুবই ভালবাসি। এই দেশের সাধারণ মানুষ আমাদের মতো বিদেশিদের খুব তাড়াতাড়ি আপন করে নেয়। আমাদের প্রতি এত ভালবাসার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। এই মুহূর্তে গোটা ভারত করোনার বিপক্ষে লড়াই করছে। কোভিডের মধ্যেও আইপিএল আয়োজন হওয়া নিয়ে অনেক জায়গায় আলোচনা হচ্ছে। আমি সেই দিকে মাথা ঘামাতে চাচ্ছি না। তবে এটাও সত্যি যে ভারত সরকার এই অতিমারির মধ্যেও আইপিএল আয়োজন করার সবুজ সঙ্কেত দিয়েছে, যাতে এই কঠিন অবস্থার মধ্যেও কিছু মানুষ বিনোদনের স্বাদ পায়।’
তিনি আরও লিখেছেন, ‘আমরা অনেক স্বাচ্ছন্দ্য জীবন যাপন করি। তাই এমন কঠিন সময় এই দেশের সাধারণ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমার সতীর্থদের কাছে আবেদন করছি। সেই জন্য সামান্য অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলাম। কোভিডের আক্রান্তের মাত্রা অনেকাংশে বেড়ে যাওয়ায় দেশের অনেক হাসপাতালে পরিমাণ মতো অক্সিজেন দেওয়া যাচ্ছে না। আশা করি এই সামান্য অর্থ কিছু মানুষের জীবন বাঁচাতে কাজে লাগবে। ভারতকে বাঁচানোর জন্য সকলে এগিয়ে আসুন।’
বাসস/এএমটি/১৯৫৫/স্বব