বাসস দেশ-২১ : হেফাজত নেতা মুফতি নুরুজ্জামান নোমানী রিমান্ডে

134

বাসস দেশ-২১
নোমানী-রিমান্ড
হেফাজত নেতা মুফতি নুরুজ্জামান নোমানী রিমান্ডে
ঢাকা, ২৭ এপ্রিল, ২০২১ (বাসস) : ২০১৩ সালে রাজধানীতে হেফাজতের তান্ডবের ঘটনায় করা মামলায় মুফতি নুরুজ্জামান নোমানীর দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। হেফাজতের তান্ডবের ঘটনায় পল্টন থানার মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে দশ দিনের রিমান্ডের আবদেন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মানুনুর রশীদ তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এ ঘটনায় পল্টন থানায় মামলা করা হয়।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৬১০/-কেকে