বাসস ক্রীড়া-৯ : ইব্রাহিমোভিচ ও লুকাকুর জরিমানা

86

বাসস ক্রীড়া-৯
ফুটবল-ইতালি-কাপ- জরিমানা
ইব্রাহিমোভিচ ও লুকাকুর জরিমানা
রোম, ২৭ এপ্রিল, ২০২১ (বাসস/এএফপি): গত জানুয়ারিতে ইতালীয়া কাপ ফুটবলের ম্যাচ চলাকালে মাঠের মধ্যেই বিবাদে লিপ্ত হওয়া দুই ফুটবল তারকা জøাটান ইব্রাহিমোভিচ ও রোমেলু লুকাকুকে নামমাত্র জরিমানা করেছে ইতালীয় ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। সোমবার তাদের বিরুদ্ধে ওই জরিমানার কথা ঘোষনা করে ফেডারেশন।
কাপের কোয়ার্টার ফাইনালে সিটি ডার্বিতে লিপ্ত হয়ে একে অপরের উপর চড়াও হন এসি মিলানের সুইডিশ ফরোয়ার্ড ইব্রাহিমোভিচ ও ইন্টার মিলানের বেলজিয়ান স্ট্রাইকার লুকাকু। এক অপরের মাথার সঙ্গে মাথা ঠেকিয়ে পরস্পর পরস্পরকে অপদস্থ করার চেস্টায় মাতে সাবেক ওই দুই ইউনাইটেড সতির্থ।
ওই ঘটনায় ইব্রাহিমোভিচকে ৪ হাজার ইউরো এবং লুকাকুকে ৩ হাজার ইউরো জরিমানা করেছে ফেডারেশন। একই সঙ্গে মিলানকে ২ হাজার এবং ইন্টারকে দেড় হাজার ইউরো জরিমানা করা হযেছে।
ওই ঘটনায় মাঠেই দুই খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দেন কর্তব্যরত রেফারি। পরে দ্বিতীয়ার্ধে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠই ত্যাগ করতে হয় সুইডিশ তারকা ইব্রাকে। ম্যাচে ২-১ গোলে জয়লাভ করে ইন্টার মিলান।
বাসস/এএফপি/এমএইচসি/১৫৪৫/স্বব