২০২৪ সাল পর্যন্ত এরিক বেইলির সাথে চুক্তি বৃদ্ধি করেছে ইউনাইটেড

228

লন্ডন, ২৭ এপ্রিল, ২০২১ (বাসস) : ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তি নবায়ন করেছেন সেন্টার-ব্যাক এরিক বেইলি। নতুন চুক্তি অনুযায়ী ২০২৪ সালের জুন পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডেই থাকছেন এই আইভরিয়ান ডিফেন্ডার।
এবারের মৌসুমে ইউনাইটেডের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় মাত্র ১৫টি ম্যাচে মূল একাদশে খেলেছেন বেইলি। বর্তমানে তিনি পেশীর ইনজুরিতে ভুগছেন। চুক্তি নবায়নের আগে তার মধ্যে কোন ধরনের দ্বিধা ছিলনা বলে স্বীকার করেছেন বেইলি। নতুন চুক্তির পর তার মূল লক্ষ্যই হচ্ছে ইনজুরি মুক্ত থাকা এবং ইউনাইটেডকে ইউরোপা লিগের শিরোপা জয়ে সহযোগিতা করা ও আগামী মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জয়েল স্বপ্নে দলের সাথে টিকে থাকা।
ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েবসাইটে বেইলি বলেছেন, ‘আমি সত্যিই দারুন খুশী। এই সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়টি আমি চিন্তাও করিনি। এই ক্লাবকে আমি ভালবাসি। আমি এবং আমার পরিবার দারুন খুশী। সবকিছুই ভালভাবে সম্পন্ন হয়েছে। এখন আমি ইনজুরি থেকে সেড়ে ওঠার পথে রয়েছি। নতুন চুক্তি আমার কাছে নতুন চ্যালেঞ্জ এবং এজন্য আমি পুরোপুরি প্রস্তুত।’
২৭ বছর বয়সী এই ডিফেন্ডার ২০১৬ সালে ভিয়ারিয়াল থেকে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন। কিন্তু ইনজুরির কারনে ইউনাইটেডের সময়টা ভালভাবে উপভোগ করতে পারেননি।
ইউনাইটেড ম্যানেজার ওলে গানার সুলশার বলেছেন, ‘বেইলি নতুন চুক্তিতে স্বাক্ষর করায় আমি দারুন খুশী। সে এখনো শিখছে এবং এখানকার কোচের অধীনে প্রতিদিনই নিজেকে পরিনত করার চেষ্টা করছে। আমি যখন ম্যানেজার হয়ে এখানে আসি তখনকার সময় থেকে বেইলি এখন নিজেকে অনেক উন্নত করে দলের অন্যতম গুরুত্বপূর্ণ একজন সদস্য হয়ে উঠেছে। তার সাথে ভবিষ্যতে আরো কাজ করতে আমি মুখিয়ে আছি।’