ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকযুদ্ধ

225

শ্রীনগর, ২৯ আগস্ট, ২০১৮ (বাসস ডেস্ক) : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বুধবার জঙ্গি ও ভারতীয় সৈন্যের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। পুলিশ একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের প্রায় ৫১ কিলোমিটার দক্ষিণে অনন্তনাগ জেলার মুনিওয়ার্ড গ্রামে এ বন্দুকযুদ্ধ হয়।
অনন্তনাগে কর্মরত সিনিয়র এক পুলিশ কর্মকর্তা সিনহুয়াকে বলেন, ‘এখানে মুনিওয়ার্ড গ্রামে জঙ্গি ও সরকারি বাহিনীর মধ্যে আজ সকালে এ বন্দুকযুদ্ধ শুরু হয়।’
তিনি বলেন, ‘ওই এলাকায় দুই থেকে তিনজন জঙ্গি আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।’
কর্তৃপক্ষ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অনন্তনাগ শহরে চলাফেরার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে এবং এ জেলায় ইন্টারনেট সার্ভিস স্থগিত রেখেছে।
উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি ও ভারতীয় সৈন্যের মধ্যে গেরিলা যুদ্ধ চলছে।