বাসস দেশ-৪৭ : গোপালগঞ্জে কাশিয়ানীর বৃদ্ধাশ্রমে সঞ্চয়পত্র প্রদান

238

বাসস দেশ-৪৭
গোপালগঞ্জ-সঞ্চয়পত্র
গোপালগঞ্জে কাশিয়ানীর বৃদ্ধাশ্রমে সঞ্চয়পত্র প্রদান
গোপালগঞ্জ, ২৬ এপ্রিল, ২০২১ (বাসস) : জেলার কাশিয়ানী উপজেলায় আজ জেলা প্রশাসনের উদ্যোগে হাইশুর বৃদ্ধাশ্রমে অবস্থানরত অসহায় দুস্থদের আর্থিক সহায়তা হিসেবে পাঁচলাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে।
আজ সোমবার দুপুরে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে এই আর্থিক সাহায্যের সঞ্চয়পত্র বৃদ্ধাশ্রমের তত্ত্বাবধায়ক আশুতোষ বিশ্বাসের হাতে তুলে দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওসমান গনি, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বৃদ্ধাশ্রমটিতে বর্তমানে ২৩ জন বৃদ্ধ ব্যক্তি রয়েছেন।
এছাড়া, এদিন সরকারী কৌশলী (জিপি) এ্যাড. দেলোয়ার হোসেনের হাতে একটি ল্যাপটপ তুলে দেন জেলা প্রশাসক। যাতে করে সরকারী মামলাগুলোর বিষয়ে সব কিছু সাজানো গোছানো থাকে এবং তরিৎ ব্যবস্থাও গ্রহন করা যায়।
অন্যদিকে, জনসাধারনের মাঝে বন্টনের জন্য সাড়ে সাতহাজার মাস্ক জেলা প্রশাসকের হাতে তুলে দেন বিসিডিএস, গোপালগঞ্জ শাখার নেতৃবৃন্দ।
বাসস/এনডি/সংবাদদাতা/২১৫০/এমকে