বাসস ক্রীড়া-১২ : সুপার লিগে যুক্ত ইতালীয় ক্লাবগুলোকে সিরি এ লিগ থেকে নিষিদ্ধ করা হবে : ফেডারেশন প্রধান

122

বাসস ক্রীড়া-১২
ফুটবল-ইতালি-সিরি এ
সুপার লিগে যুক্ত ইতালীয় ক্লাবগুলোকে সিরি এ লিগ থেকে নিষিদ্ধ করা হবে : ফেডারেশন প্রধান
রোম, ২৬ এপ্রিল ২০২১ (বাসস/এএফপি): বিতর্কিত সুপার লিগে নাম লেখানো ক্লাবগুলোকে সিরি এ লিগসহ ইতালীর সব ধরনের ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হবে বলে রোববার ঘোষনা দিয়েছে ইতালীয় ফুটবল ফেডারেশন (এফআইজসি) জানিয়েছে।
গত সপ্তাহে ইউরোপীয় সুপার লিগ আযোজনের জন্য যে ১২টি ক্লাব চুক্তিবদ্ধ হয়েছিল তাদের মধ্যে সির এ লিগের ক্লাব জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলান অন্তর্ভূক্ত ছিল।
সোমবার এক বৈঠক শেষে এফআইজিসির সভাপতি গাব্রিয়েল গ্রাভিনা বলেন,‘ ফিফা ও উয়েফার আওতার বাইরে গিয়ে যে সব ক্লাব আলাদাভাবে টুর্নামেন্ট আয়োজন করতে চেয়েছিল আমাদের চ্যাম্পিয়নশিপ থেকে তাদের এফিলিয়েশন বাতিল করা হবে।
ইংলিশ প্রিমিয়ার লিগের ছয়টি ক্লাব ওই প্রস্তাবিত টুর্নামেন্ট সুপার লিগ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয়ার পর গত বুধবার সেখান থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দেয় ইন্টার মিলান।
তবে জুভেন্টাস ও এসি মিলান তাদের অবস্থান এখনো পরিস্কার করেনি। ওই প্রকল্পটি ব্যর্থ হয়েছে বলে স্বীকার করে নিলেও সেটি ত্যাগ করেছে কিনা তা জানায়নি ক্লাব দুটি।
বাসস/এএফপি/এমএইচসি/২০৩০/স্বব