বাসস দেশ-৪৪ : লক্ষ্মীপুরে বিনামূল্যে পুষ্টিকর খাবার ও সুরক্ষা সামগ্রী বিতরণ

130

বাসস দেশ-৪৪
লক্ষ্মীপুর-বিতরণ
লক্ষ্মীপুরে বিনামূল্যে পুষ্টিকর খাবার ও সুরক্ষা সামগ্রী বিতরণ
লক্ষ্মীপুর, ২৬ এপ্রিল, ২০২১ (বাসস): জেলায় আজ অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে বিনামূল্যে পুষ্টিকর খাবার ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আজ সোমবার দুপুরে সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচর আশ্রয়ণ কেন্দ্রে এ কর্মসূচি পালন করে জেলা স্বাস্থ্য বিভাগ।
এসময় স্বাস্থ্যবিধি মেনে টুমচর ইউনিয়নের কালিরচর আশ্রয়ণ কেন্দ্রের ১০৩টি পরিবারের মাঝে পুষ্টিকর খাবার হিসেবে চাল, ছোলা, মশুর ডাল, সয়াবিন তেল, পেঁয়াজ, আলু, লবণ এবং মাস্ক ও সাবান বিতরণ করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন, টুমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নুরুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/২০১০/-এমকে