ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫৯টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা

172

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২১ (বাসস) : বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রম চলাকালে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন অপরাধে ৫৯টি প্রতিষ্ঠানকে মোট ২ লক্ষ ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ এক তথ্য বিবরণীতে জানানো হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)সহ শিল্প বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ অভিযানে সহযোগিতা করেন। বাজার অভিযানকালে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা এবং ব্যবসায়ীবৃন্দের মধ্যে লিফলেট, প্যাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়।
এছাড়াও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণসহ স্থিতিশীল বাজার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।