বাসস ক্রীড়া-১১ : নাগেলসম্যানকে কোচ নিয়োগের আলোচনা শুরু করেছে বায়ার্ন-রিপোর্ট

124

বাসস ক্রীড়া-১১
ফুটবল-জার্মানি-বায়ার্ন-ফ্লিক-নাগেলসম্যান
নাগেলসম্যানকে কোচ নিয়োগের আলোচনা শুরু করেছে বায়ার্ন-রিপোর্ট
বার্লিন, ২৬ এপ্রিল ২০২১ (বাসস/এএফপি): জুলিয়ান নাগেলসম্যানকে আগামী মৌসুমে কোচ হিসেবে পাবার জন্য আরবি লিপিজিগের সঙ্গে আলোচনা করছে বায়ার্ন মিউনিখ। হ্যান্সি ফ্লিকের কাছ থেকে নাগেলসম্যানকে দায়িত্ব বুঝে নেয়ার জন্য ক্লাবটিকে ৩০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে বলে রোববার জার্মান গণমাধ্যম জানিয়েছে।
বিল্ডের রিপোর্ট অনুযায়ী নাগেলসম্যানের সঙ্গে লিপজিগের চুক্তির মেয়াদ ২০২৩ সাল পর্যন্ত। তাই মাঝপথে তাকে ছেড়ে দেয়ার বিপরীতে মোটা অংকের অর্থ দাবী করছে তারা। স্পোর্ট ওয়ানের রিপোর্টে বলা হয়, এ বিষয়ে আপোষরাফামুলক আলোচনা শুরু হয়েছে, আর এই চুক্তির জন্য ১৫ মিলিয়নের বেশী ইউরো ব্যয় করতেই হবে।
এদিকে ফ্লিকের সঙ্গেও বায়ার্নের চুক্তি ২০২৩ সাল পর্যন্ত। কিন্তু এই মৌসুম শেষেই তাকে চুক্তি থেকে মুক্ত করার জন্য ক্লাব কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন ফ্লিক। বিষয়টি নিয়ে অবশ্য একটি সন্তোষজনক সমাধানের পথে এখনো পৌঁছাতে পারেনি ফ্লিক ও বায়ার্ন ।
এই মৌসুমে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ শেষে জার্মান জাতীয় দলের বর্তমান কোচ জোয়াচিম লো’র স্থলাভিষিক্ত হবার জোড়ালো সম্ভাবনা রয়েছে ফ্লিকের।
বাসস/এএফপি/এমএইচসি/১৯৫৫/স্বব