বাসস দেশ-৪৬ : স্বাস্থ্যবিধি মেনে কাজ করার আহ্বান চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের

142

বাসস দেশ-৪৬
বন্দর-দিবস
স্বাস্থ্যবিধি মেনে কাজ করার আহ্বান চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের
চট্টগ্রাম, ২৫ এপ্রিল, ২০২১ (বাসস) : দেশের অর্থনীতির চাকা সচল রাখার স্বার্থে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের মনোবল চাঙা রেখে স্বাস্থ্যবিধি মেনে নিরলস কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান।
রবিবার ১৩৪তম বন্দর দিবসে জাতীয় পতাকা উত্তোলনকালে তিনি এ আহ্বান জানান।
চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান বলেন, সরকার ঘোষিত লকডাউন চলাকালে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা দেশের সাপ্লাই চেইন নির্বিঘœ রাখার স্বার্থে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও নৌ পরিবহন প্রতিমন্ত্রীর সার্বিক তত্ত্বাবধানে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ২৪ ঘণ্টা ৭ দিন কাজ করে যাচ্ছেন। এ জন্য বন্দরের কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকদের আন্তরিক ধন্যবাদ জানাই।
বন্দর ভবন চত্বরে বন্দরের পতাকা উত্তোলন করেন বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম। করোনা পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে বন্দরের সদস্য, বিভাগীয় প্রধান ও সিবিএ নেতারা উপস্থিত ছিলেন।
বাসস/জিই/কেএস/১৯৫০/কেকে