বাসস দেশ-৪৪ : বিকল্প উৎস থেকে করোনার টিকা সংগ্রহে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহবান জি.এম.কাদেরের

175

বাসস দেশ-৪৪
জাপা-কাদের
বিকল্প উৎস থেকে করোনার টিকা সংগ্রহে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহবান জি.এম.কাদেরের
ঢাকা, ২৫ এপ্রিল, ২০২১ (বাসস) : জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের জরুরী ভিত্তিতে বিকল্প উৎস থেকে প্রয়োজনীয় টিকা সংগ্রহে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহবান জানিয়েছেন।
আজ এক বিবৃতিতে তিনি বলেন, করোনার টিকা পাওয়ার ব্যাপারে মানুষের মাঝে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। টিকা জনগণের নাগরিক অধিকার। সারা দেশের টিকা পাওয়ার যোগ্য সকলকে টিকা দেয়া সরকারের দায়িত্ব। যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন তারা সময়মত দ্বিতীয় ডোজ পাবেন কিনা তা নিয়ে শংকিত। গেলো ফেব্রুয়ারি থেকে চুক্তি অনুযায়ী টিকা না আসায় হতাশা সৃষ্টি হয়েছে সবার মাঝে। দেশের মানুষকে টিকার প্রদানের ব্যাপারে সরকারকে নির্দিষ্ট সময় অনুযায়ী আরো উদ্যোগী হতে হবে বলে তিনি বিবৃতি উল্লেখ করেন।
বাসস/সবি/এমএআর/১৯৩০/এবিএইচ