চীনের নতুন কোভিড-১৯ ভ্যাকসিনের মানব পরীক্ষা শুরু হয়েছে

267

বেইজিং, ২৫ এপ্রিল, ২০২১ (বাসস ডেস্ক) : চীনের ফার্মাসিউটিক্যালস জায়ান্ট সিনোফর্ম শনিবার থেকে সেদেশের র মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে কোভিড-১৯-এর নতুন রিকম্বিনেন্ট ভ্যাকসিনের ফেজ -১ এবং ফেজ -২ ক্লিনিকাল ট্রায়াল শুরু করেছে।
সিএনবিজি’র তৃতীয় কোভিড-১৯ ভ্যাকসিন প্রার্থী সিনোফর্মের বায়োসায়েন্সের সহায়ক সংস্থা, চীন ন্যাশনাল বায়োটেক গ্রুপ (সিএনবিজি) উৎপাদিত, জাতীয় চিকিৎসা পণ্য প্রশাসন ২১ এপ্রিল একটি ক্লিনিকাল গবেষণা অনুমতি দিয়ে ভ্যাকসিনটি ইস্যু করে।
মানব পরীক্ষার জন্য ভ্যাকসিনটির অনুমোদন দেয়া হয়েছে। গবেষকরা হেনান প্রদেশের শাংকিউ শহরে প্রাথমিক পর্যায়ে ক্লিনিকাল ট্রায়াল শুরু করেছেন।