বাসস ক্রীড়া-১৩ : সাকিব-তামিমসহ পিএসএলের বদলি প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের পাঁচজন

111

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-পিএসএল ড্রাফট-সাকিব-তামিম
সাকিব-তামিমসহ পিএসএলের বদলি প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের পাঁচজন
করাচি, ২৫ এপ্রিল ২০২১ (বাসস) : সাকিব আল হাসান-তামিম ইকবালসহ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বদলি প্লেয়ার ড্রাফটে নাম উঠেছে পাঁচ বাংলাদেশি ক্রিকেটারের।
সাকিব-তামিমের সাথে আরও আছেন দুই ব্যাটসম্যান লিটন দাস, সাব্বির রহমান ও পেসার তাসকিন আহমেদ।
গত ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিলো পিএসএলের ষষ্ঠ আসর। কিন্তু করোনাভাইরাসের কারনে ১৪টি ম্যাচ হবার পর মাঝপথেই স্থগিত হয়ে যায় আসরটি। ৩ মার্চ সর্বশেষ ম্যাচ হয়েছিলো। এখনো ২০টি ম্যাচ বাকী রয়েছে।
বাকী ম্যাচগুলো শেষ করতে আগামী পহেলা জুন থেকে আবার মাঠে গড়াবে পিএসএলের ষষ্ঠ আসর। বাকী আসরের জন্য সব দলকে পরিবর্তিত খেলোয়াড় নেয়ার সুযোগ করে দিচ্ছে পিএসএল কর্তৃপক্ষ। নতুন প্লেয়ার্স ড্রাফটের আয়োজন করে বদলি খেলোয়াড় দলে নিতে পারবে দলগুলো।
আগামী সপ্তাহে ভার্চুয়াল ড্রাফটে ১৩০ জন বিদেশি খেলোয়াড়কে নিয়ে হবে বদলি প্লেয়ার্স ড্রাফট।
ড্রাফটের সর্বোচ্চ স্তর প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের সাকিব। দ্বিতীয় স্তর ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন তামিম। সিলভার ক্যাটাগরিতে রয়েছেন তাসকিন-সাব্বির রহমান, লিটন দাস।
এবারের আসরের ফাইনাল ম্যাচ হবে ২০ জুন।
বাসস/এএমটি/১৭১৫/স্বব