বাসস ক্রীড়া-১১ : বাংলাদেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির পর শুন্য শান্তর

107

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-পাল্লেকেলে টেস্ট
বাংলাদেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির পর শুন্য শান্তর
পাল্লেকেলে, ২৫ এপ্রিল ২০২১ (বাসস) : পাল্লেকেলেতে শ্রীলংকার বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে ১৬৩ রান করেছিলেন বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। তবে দ্বিতীয় ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি তিনি। অর্থাৎ, শুন্য রানে আউট হন শান্ত।
এতেই রেকর্ড বইয়ে নাম উঠে যায় শান্তর। বাংলাদেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ম্যাচে সেঞ্চুরির সাথে শুন্য রানে ফিরলেন তিনি। এই তালিকায় নাম আছে জাভেদ ওমর, মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল ও সাকিব আল হাসানের।
সর্বপ্রথম ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে (১১৯ ও ০ রান) সেঞ্চুরি করার ম্যাচে শুন্য রানে আউট হন জাভেদ। ২০০৭ সালে শ্রীলংকার বিপক্ষে (০ ও ১২৯*) প্রথম ইনিংসে শুন্য রানে ফিরলেও, পরের ইনিংসে সেঞ্চুরি তুলে নেন আশরাফুল। ২০১০ সালে ভারতের বিপক্ষে তামিম ইকবাল শুন্য রানে ফেরার পর ১৫১ রানে আউট হন।
শান্তর আগে সর্বশেষ ২০১৭ সালের নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা ২১৭ রান করেন সাকিব। তবে পরের ইনিংসে খালি হাতে ফিরেন তিনি।
বাসস/এএমটি/১৭১০/স্বব