ভোলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলো এক হাজার মানুষ

666

ভোলা, ২৫ এপ্রিল, ২০২১ (বাসস) : জেলায় লকডাউন চলাকালীন সময়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার বেলা ১১ টায় শহরের গজনবী স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এক হাজার মানুষের মাঝে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেকটি প্যাকেটে ৫ কেজি চাল, ২ কেজি আলু, এক কেজি মশুর ডাল, স্যাভলন সাবান ও মাস্ক ছিলো।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা সিভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হাওলাদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, আজকের সহায়তা পেয়েছে বাসশ্রমিক, লঞ্চশ্রমিক, মুচি, হিজরা, বেদে সম্প্রদায়সহ বিভিন্ন অসহায় মানুষ, যারা লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলায় এ সহায়তা কার্যক্রম চালু করা হবে। এ সহায়তা বিতরণ অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক।