বাসস ক্রীড়া-২ : ৮ উইকেটে ৬৪৮ রানে ইনিংস ঘোষণা করলো শ্রীলংকা

106

বাসস ক্রীড়া-২
ক্রিকেট-ক্যান্ডি টেস্ট
৮ উইকেটে ৬৪৮ রানে ইনিংস ঘোষণা করলো শ্রীলংকা
ক্যান্ডি, ২৫ এপ্রিল ২০২১ (বাসস) : পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটে ৬৪৮ রানে প্রথম ইনিংস ঘোষনা করেছে স্বাগতিক শ্রীলংকা। এতে প্রথম ইনিংস থেকে ১০৭ রানের লিড পায় লংকানরা। প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৪১ রান করেছিলো বাংলাদেশ।
চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ৫১২ রান করেছিলো শ্রীলংকা। করুনারতেœ ২৩৪ ও ধনাঞ্জয়া ডি সিলভা ১৫৪ রানে অপরাজিত ছিলেন।
আজ, পঞ্চম ও শেষ দিনে করুনারত্নে ২৪৪ ও ধনাঞ্জয়া ১৬৬ রানে আউট হন। দু’জনকে শিকার করেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ।
৪৩৭ বলে ২৬টি চারে ২৪৪ রান করেন করুনারত্নে। ৯১ বলে ২২টি চারে ১৬৬ রান করেন ধনাঞ্জয়া। চতুর্থ উইকেটে ৫৫৩ বলে ৩৪৫ রানের জুটি গড়েন করুনারত্নে-ধনাঞ্জয়া।
এছাড়া, হাসারাঙ্গা ডি সিলভা ৪৩, নিরোশান ডিকবেলা ৩১, সুরাঙ্গা লাকমল অপরাজিত ২২ ও পাথুম নিশাঙ্কা ১২ রান করেন।
বাংলাদেশের তাসকিন ১১২ রানে ৩টি, তাইজুল ১৬৩ রানে ২টি উইকেট শিকার করেন। এছাড়া এবাদত-মিরাজ ১টি করে উইকেট নিয়েছেন।
বাসস/এএমটি/১৩৪৫/-স্বব