বাসস দেশ-১৩ : ভোলায় লকডাউন বাস্তবায়নে ৫৪ জনকে জরিমানা

118

বাসস দেশ-১৩
ভোলা-জরিমানা
ভোলায় লকডাউন বাস্তবায়নে ৫৪ জনকে জরিমানা
ভোলা, ২৫ এপ্রিল, ২০২১ (বাসস) : জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান লকডউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে ৫৪ জনকে ২৩ হাজার ৬’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে পৃথক ৭টি মোবাইল কোর্ট চালিয়ে ৩৯ মামলায় এ অর্থদন্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান বাসস’কে জানান, অর্থদন্ডের মধ্যে সদর উপজেলায় ১০ জনকে ২ হাজার ৮’শ টাকা, বোরহানউদ্দিনে ৭ জনকে ৪ হাজার ৭’শ, লালমোহনে ৬ জনকে ১ হাজার ৫’শ, দৌলতখানে ৬ জনকে ২ হাজার ৬’শ ও চরফ্যাসনে ২৫ জনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, এসময় জনসাধারণকে মাস্ক ব্যবহার এবং লকডাউন এর নির্দেশনা মেনে চলার জন্য সতর্ক করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাসস/এনডি/এইচ এ এম/১৩১৩/নূসী