লিড নিলো শ্রীলংকা

272

ক্যান্ডি, ২৫ এপ্রিল ২০২১ (বাসস) : অধিনায়ক দিমুথ করুনারত্নের ডাবল ও ধনাঞ্জয়ার সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে লিড নিলো স্বাগতিক শ্রীলংকা।
পঞ্চম ও শেষ দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ২ উইকেট হাতে নিয়ে ১০৭ রানে এগিয়ে শ্রীলংকা। নিজেদের ইনিংসে ১৭৯ ওভারে ৮ উইকেটে ৬৪৮ রান করেছে লংকানরা।
প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৪১ রান করেছিলো বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ১৬৩ ও অধিনায়ক মোমিনুল হক ১২৭ রান করেন।
চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ৫১২ রান করেছিলো শ্রীলংকা। করুনারত্নে ২৩৪ ও ধনাঞ্জয়া ডি সিলভা ১৫৪ রানে অপরাজিত ছিলেন।
ধনাঞ্জয়াকে শিকার করে আজ বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। ২৯১ বলে ২২টি চারে ১৬৬ রান করেন ধনাঞ্জয়া। চতুর্থ উইকেটে ৫৫৩ বলে ৩৪৫ রানের জুটি গড়েন করুনারত্নে-ধনাঞ্জয়া।
ধনাঞ্জয়ার পর করুনারত্নকেও শিকার করেন তাসকিন। ৪৩৭ বলে ২৬টি চারে ২৪৪ রান করেন শ্রীলংকার অধিনায়ক।
দুই সেট ব্যাটসম্যানকে শিকারের পর শ্রীলংকার আরও ৩ উইকেটের পতন ঘটায় বাংলাদেশের বোলাররা। পাথুম নিশাঙ্কাকে ১২ রানে পেসার এবাদত হোসেন এবং হাসারাঙ্গা ডি সিলভাকে ৪৩ রানে আউট করেন স্পিনার তাইজুল ইসলাম। ৩১ রান করে রান আউট হন উইকেটরক্ষক নিরোশান ডিকবেলা।
সুরাঙ্গা লাকমল ২২ ও বিশ্ব ফার্নান্দো শুন্য রানে অপরাজিত থেকে বিরতিতে যান।
বাংলাদেশের তাসকিন ৩টি, তাইজুল ২টি এবং এবাদত-মিরাজ ১টি করে উইকেট নেন।