বাসস দেশ-৫ : কালাইতে ৬৮ ভূমিহীন পরিবার পাচ্ছে নতুন সেমিপাকা ঘর

110

বাসস দেশ-৫
সেমিপাকা ঘর
কালাইতে ৬৮ ভূমিহীন পরিবার পাচ্ছে নতুন সেমিপাকা ঘর
জয়পুরহাট, ২৫ এপ্রিল, ২০২১ (বাসস)ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় কালাই উপজেলার ভূমিহীন ও গৃহহীন ৫৮ টি পরিবার এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১০ পরিবার পাচ্ছেন দুূর্যোগ সহনীয় নতুন সেমিপাকা ঘর। ঘর গুলোর নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামীলীগ সরকারের নির্বাচনী অঙ্গীকার কেউ গৃহহীন থাকবেনা। সেই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন ২ শতাংশ খাসজমির বন্দোবস্তসহ দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা নতুন ঘর। এ জন্য কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের কাঁটাহার গ্রামে অবৈধভাবে দখলে থাকা সরকারি ২ একর ৩৪ শতাংশ জমি উদ্ধার করে সেখানে ভূমিহীন ও গৃহহীন ৫৮টি পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। এ ছাড়াও পুনট ইউনিয়নের হাটশেখা গ্রামে সরকারি জমিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১০ পরিবারকে নির্মাণ করে দেওয়া হচ্ছে নতুন সেমিপাকা ঘর। ইটের দেওয়াল, কংক্রিট মেঝে এবং টিনের ছাঊনি দিয়ে তৈরি এসব সেমিপাকা ওই ঘরে রয়েছে ২টি শয়ন কক্ষ, ১টি বারান্দা, ১টি রান্নাঘর ও ১টি শৌচাগার। প্রতিটি বাড়ির জন্য পরিবহণ খরচসহ নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক লাখ ৯৫ হাজার টাকা। জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম রোববার সরেজমিন ঘর গুলোর নির্মাণ কাজ দেখতে প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় কালাই উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, সহকারী কমিশনার ( ভূমি) মিনহাজুল ইসলাম ও মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক উপস্থিত ছিলেন। ঘর গুলোর নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে দুূর্যোগ সহনীয় ওই ঘর গুলো হস্তান্তর করা সম্ভব হবে বলে জানান, কালাই উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার।
বাসস/এনডি/সংবাদদাতা/১২০৫/নূসী