বাসস দেশ-৪৬ : ঢাকাসহ ছয় বিভাগে মাঝারী ধরনের তাপপ্রবাহ অব্যাহত

211

বাসস দেশ-৪৬
আবহাওয়া-পূর্বাভাস
ঢাকাসহ ছয় বিভাগে মাঝারী ধরনের তাপপ্রবাহ অব্যাহত
ঢাকা, ২৪ এপ্রিল, ২০২১ (বাসস): ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগসহ শ্রীমঙ্গল অঞ্চলে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আজ সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এছাড়া দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা শ্রীমঙ্গলে১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এতে বলা হয়েছে,আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সপ্তাহের শেষে দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রোব এবং সোমবার এই দুইদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে,পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।
ঢাকায় রোববার সূর্যোদয় ভোর ৫ টা ২৯ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২৪ মিনিটে।
বাসস/সবি/এসএস/২২৫৮/স্বব