বাসস ক্রীড়া-১৪ : ড্র’র দিকে পাল্লেকেলে টেস্ট

175

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-ক্যান্ডি টেস্ট
ড্র’র দিকে পাল্লেকেলে টেস্ট
ক্যান্ডি, ২৪ এপ্রিল, ২০২১ (বাসস) : অধিনায়ক দিমুথ করুনারত্নে ডাবল ও ধনাঞ্জয়া ডি সিলভার সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে ভালো অবস্থায় রয়েছে স্বাগতিক শ্রীলংকা। ৩ উইকেটে ৫১২ রান করেছে তারা। ৭ উইকেট হাতে নিয়ে ২৯ রানে পিছিয়ে শ্রীলংকা। তাই নিশ্চিতভাবেই ড্রয়ের দিকে পাল্লেকেলে টেস্ট।
করুনাতেœ ২৩৪ ও ধনাঞ্জয়া ১৫৪ রানে অপরাজিত আছেন। তাই আজ বল হাতে কোন উইকেটই শিকার করতে পারেনি বাংলাদেশের বোলাররা। প্রথম তিন দিন শেষে আজই কোন সাফল্য ছাড়া ‘শূন্য’ হাতে মাঠ ছাড়লো বাংলাদেশ।
ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টের তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ২২৯ রান করেছিলো শ্রীলংকা। অধিনায়ক দিমুথ করুনারত্নে ৮৫ ও ধনাঞ্জয়া ডি সিলভা ২৬ রানে অপরাজিত ছিলেন।
আজ দিনের ১৩তম ওভারে টেস্ট ক্যারিয়ারের ১১ম ও বাংলাদেশের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন করুনারত্নে। ২৪৭তম বলে সেঞ্চুরি তুলে নেয়ার পর নিজের ইনিংসটি বড় করার পথে মনোযোগি ছিলেন করুনারত্নে।
অধিনায়কের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের বোলারদেও ওপড় আধিপত্য বিস্তার করে খেলছিলেন ধনাঞ্জয়া। তাই হাফ-সেঞ্চুরির পর টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নিতে মোটেও বেগ পেতে হয়নি ধনাঞ্জয়াকে। এজন্য ১৫৩ বল খেলেছেন তিনি।
দিনের প্রথম সেশনে করুনারত্নে ও দ্বিতীয় সেশনে ধনাঞ্জয়া সেঞ্চুরির স্বাদ নেন। সেঞ্চুরি করেও ক্ষান্ত হননি তারা। বাংলাদেশের স্কোর টপকে যাওয়াই মূল লক্ষ্য ছিলো করুনারত্নে-ধনাঞ্জয়ার। তৃতীয় সেশনেই ৭১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল-সেঞ্চুরি স্বাদ নেন করুনারত্নে।
শ্রীলংকা ইনিংসের ১৪১তম ওভারের শেষ বলে পেসার তাসকিন আহমেদকে বাউন্ডারি মেরে ডাবল-সেঞ্চুরিতে পা রাখেন করুনারত্নে। ৩৮৭ বল খেলে ডাবল-সেঞ্চুরির স্বাদ নেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।
করুনারতেœর ডাবল ও ধনাঞ্জয়ার দেড়শ রানের সুবাদে দলীয় স্কোর পাঁচশত স্পর্শ করে শ্রীলংকা। তবে ১৪৯ ওভারের পর আলো স্বল্পতার কারনে দিনের খেলা সেখানেই শেষ হয়। ৪১৯ বলে ২৫টি চারে ২৩৪ রানে অপরাজিত করুনারত্নে। ২৭৮ বলে ২০টি চারে ১৫৪ রানে অপরাজিত ধনাঞ্জয়া। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৩২২ রানের জুটি গড়েছেন তারা। বাংলাদেশের বিপক্ষে যেকোন উইকেটে এটিই সর্বোচ্চ জুটির রান শ্রীলংকার।
বাংলাদেশের তাসকিন আহমেদ-মেহেদি হাসান মিরাজ-তাইজুল ইসলাম ১টি করে উইকেট নিয়েছেন।
এর আগে নাজমুল হোসেন শান্তর ১৬৩ ও অধিনায়ক মোমিনুল হকের ১২৭ রানের সুবাদে ৭ উইকেটে ৫৪১ রানে প্রথম ইনিংস ঘোষনা করেছিলো সফরকারী বাংলাদেশ।
স্কোর কার্ড (টস-বাংলাদেশ)
বাংলাদেশ প্রথম ইনিংস (আগের দিন ৪৭৪/৪, ১৫৫ ওভার, মুশফিক ৪৩*, লিটন ২৫*) :
তামিম ইকবাল ক থিরিমান্নে ব ফার্নান্দো ৯০
সাইফ হাসান এলবিডব্লু ব ফার্নান্দো ০
নাজমুল হোসেন শান্ত ক এন্ড ব কুমারা ১৬৩
মোমিনুল হক ক থিরিমান্নে ব ডি সিলভা ১২৭
মুশফিকুর রহিম অপরাজিত ৬৮
লিটন দাস ক ওশাদা ফার্নান্দো ব ফার্নান্দো ৫০
মেহেদি হাসান মিরাজ ক ডিকবেলা ব লাকমল ৩
তাইজুল ইসলাম ক ডিকবেলা ব ফার্নান্দো ২
তাসকিন আহমেদ অপরাজিত ৬
অতিরিক্ত (বা-৯, লে বা-৬, নো-৬, ও-১১) ৩২
মোট (১৭৩ ওভার, ৭ উইকেট) ৫৪১
উইকেট পতন : ১/৮ (সাইফ), ২/১৫২ (তামিম), ৩/৩৯৪ (শান্ত), ৪/৪২৪ (মোমিনুল), ৫/৫১১ (লিটন), ৬/৫১৫ (মিরাজ), ৭/৫২৪ (তাইজুল)।
শ্রীলংকা বোলিং :
সুরাঙ্গা লাকমল : ৩৬-১৪-৮১-১ (নো-৩),
বিশ্ব ফার্নান্দো : ৩৫-৯-৯৬-৪ (ও-১, নো-১),
লাহিরু কুমারা : ২৮-৪-৮৮-১ (ও-৪),
অ্যাঞ্জেলো ম্যাথুজ : ৭-১-১৪-০,
ধনাঞ্জয়া ডি সিলভা : ৩০-১-১৩০-১ (নো-২),
হাসারাঙ্গা ডি সিলভা : ৩৬-২-১১১-০,
দিমুথ করুনারত্নে : ১-০-৬-০।
শ্রীলংকা প্রথম ইনিংস :
করুনারত্নে অপরাজিত ২৩৪
লাহিরু থিরিমান্নে এলবিডব্লু ব মিরাজ ৫৮
ওশাদা ফার্নান্দো ক লিটন ব তাসকিন ২০
অ্যাঞ্জেলো ম্যাথুজ বোল্ড ব তাইজুল ২৫
ধনাঞ্জয়া ডি সিলভা অপরাজিত ১৫৪
অতিরিক্ত (বা-৪, লে বা-৫, নো-৩, ও-৯) ২১
মোট (১৪৯ ওভার, ৩ উইকেট) ৫১২
উইকেট পতন : ১/১১৪ (থিরিমান্নে), ২/১৫৭ (ফার্নান্দো), ৩/১৯০ (ম্যাথুজ)।
বাংলাদেশ বোলিং :
আবু জায়েদ : ১৩-১-৫৮-০ (ও-১, নো-১),
তাসকিন আহমেদ : ২৫-৬-৯১-১,
এবাদত হোসেন : ১৭-১-৮২-০ (ও-৫, নো-২),
মেহেদি হাসান মিরাজ : ৫২-৬-১২৩-১ (ও-১),
তাইজুল ইসলাম : ৩৯-৯-১৩৬-১,
মোমিনুল হক : ১-০-৮-০,
সাইফ হাসান : ২-০-৫-০।
বাসস/এএমটি/১৮২৫/স্বব