বাসস দেশ-২৮ : মুসা ম্যানশন ও গোডাউন মালিকের বিরুদ্ধে প্রতিবেদন ১০ জুন

102

বাসস দেশ-২৮
মুসা ম্যানশন-প্রতিবেদন
মুসা ম্যানশন ও গোডাউন মালিকের বিরুদ্ধে প্রতিবেদন ১০ জুন
ঢাকা, ২৪ এপ্রিল, ২০২১ (বাসস): রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার হাজি মুসা ম্যানসনে কেমিক্যাল গোডাউনে অগ্নিকান্ডের ঘটনায় মুসা ম্যানসন ভবনের মালিকসহ ৮ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১০ জুন দিন ধার্য করেছেন আদালত।
আজ শনিবার ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার মামলার এজহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।
এর আগে শুক্রবার বংশাল থানার এসআই মোহাম্মদ আলী শিকদার মুসা ম্যানসন ভবনের মালিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন।মামলায় অজ্ঞাতানামা আরো ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে হাজি মুসা ম্যানশন নামের ওই ভবনটির নিচতলায় আগুন লাগে। সকাল ৯টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে চারজন অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ২০ জন।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৮১০/-অমি