বাসস ক্রীড়া-১৩ : টেস্টের মাঝপথে ছিটকে গেলেন কুমারা

123

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-ক্যান্ডি টেস্ট-কুমারা
টেস্টের মাঝপথে ছিটকে গেলেন কুমারা
ক্যান্ডি, ২৪ এপ্রিল, ২০২১ (বাসস) : হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট থেকে ছিটকে গেলেন শ্রীলংকার পেসার লাহিরু কুমারা।
ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন (গতকাল) ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন কুমারা। এ দিন বিকেলেই এমআরআই স্ক্যানে ধরা পড়েছে কুমারার ইনজুরি।
এতে এই টেস্টে আর বোলিং করতে পারবেন না কুমারা। প্রথম ইনিংসে ২৮ ওভারে ৮৮ রানে ১ উইকেট নিয়েছেন তিনি।
গত বছরের শেষেরদিকে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্টে কুচকির ইনজুরিতে পড়েছিলেন কুমারা।
কুমারার ছিটকে যাওয়ায় ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনজন ফ্রন্টলাইন বোলার নিয়ে খেলতে হবে শ্রীলংকাকে। দুই পেসার সুরাঙ্গা লাকমল ও বিশ্ব ফার্নান্দোর সাথে বোলিং বিভাগ সামলাবেন লেগ স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা। অকেশনাল বোলার হিসেবে থাকছেন ধনাঞ্জয়া ডি সিলভা।
বাসস/এএমটি/১৮২০/স্বব