বাসস দেশ-২৩ : নীলফামারীর ডোমারে গর্ভবতী মা ও শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

95

বাসস দেশ-২৩
নীলফামারী- বিতরণ
নীলফামারীর ডোমারে গর্ভবতী মা ও শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ
নীলফামারী, ২৪ এপ্রিল, ২০২১ (বাসস) : জেলার ডোমার উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আজ গর্ভবতী মা ও শিশু, কিশোরদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণসহ পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ওই কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রায়হান বারী, আবাসিক চিকিৎসা কর্মকর্তা তপন কুমার রায়, চিকিৎসা কর্মকর্তা তৃতীয়া সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রায়হান বারী জানান, জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনে ৪০জন শিশু-কিশোর এবং ২৫ জন গর্ভবতী মায়ের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে পুষ্টি বিষয়ক পরামর্শ সভার অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার শুরু হওয়া পুষ্টি সপ্তাহ শেষ হবে আগামী ২৯ এপ্রিল।
বাসস/এনডি/সংবাদদাতা/১৭৩৮/-এমকে