বাসস দেশ-২১ : তামাক কর বৃদ্ধির পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিও ওপর গুরুত্বারোপ

135

বাসস দেশ-২১
তামাক-সচেতনতা-কাঠামো
তামাক কর বৃদ্ধির পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিও ওপর গুরুত্বারোপ
ঢাকা, ২৪ এপ্রিল, ২০২১ (বাসস): আয়োজিত এক সংলাপে বক্তারা বলেছেন, তামাক পণ্যে কর আরোপের সুষ্ঠু বাস্তবায়ন নিশিচত করতে হবে। পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিও জরুরি।
আজ শনিবার সকাল ১১টায় ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২১-২২ তামাক পণ্যে করারোপ : আমাদের ভাবনা’ শীর্ষক করোনা সংলাপের ২৩ তম পর্বে লাইভ আলোচনা সভায় আইন প্রণেতা ও বিশিষ্টজনেরা এ অভিমত ব্যাক্ত করেন।
তারা আরো বলেন, ২০২১-২২ অর্থবছরে সুপারিশ অনুযায়ী বিদ্যমান কর ব্যবস্থা সংস্কার করলে ব্যবহার কমবে, জীবন বাঁচবে এবং রাজস্ব আয় বাড়বে। এছাড়া সিগারেটের ব্যবহার প্রতি বছর ১ শতাংশ হারে কমবে। প্রায় ১১ লক্ষ প্রাপ্তবয়স্ক ধূমপায়ী ধূমপান ছেড়ে দিতে উৎসাহিত হবে এবং ৮ লক্ষাধিক তরুণ ধূমপান শুরু করতে নিরুৎসাহিত হবে।
বক্তারা আরো বলেন, কেবল কর বাড়ালেই জনগণের মধ্যে তামাকের ব্যবহার কমানো যাবে বলে মনে করি না। বরং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাটাও জরুরী। আমরা সবাই তামাকের ক্ষতির দিকগুলো সম্পর্কে জানি। এটি কেবল ব্যক্তির স্বাস্থ্যগত ক্ষতিই করে না, বরং এটি অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষতিরও কারণ। ২০১৩ সালের তামাক নিয়ন্ত্রণ আইনটির সংশোধন খুবই জরুরি বলেও জানান তারা।
এসময় আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের সঞ্চালনায় অনলাইনে বক্তৃতা করেন, যথাক্রমে সংসদ সদস্য ডা. মো. হাবিবে মিল্লাত,অধ্যাপক ডা:মো: আব্দুল আজিজ,জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ,ন্যাশনাল প্রফেশনাল অফিসার ডা. সৈয়দ মাহফুজুল হক।
বাসস/সবি/এসএস/১৭৩০/-অমি