বাসস দেশ-১৬ : বিসিএস নবম ব্যাচ ফোরামের উদ্যোগে চারশ’ পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ

111

বাসস দেশ-১৬
বিসিএস নবম ব্যাচ-ত্রাণ সহায়তা
বিসিএস নবম ব্যাচ ফোরামের উদ্যোগে চারশ’ পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ
ঢাকা, ২৪ এপ্রিল, ২০২১ (বাসস) : করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের জন্য চলাচল সীমিতকরনের নির্দেশনার কারণে কর্মহীন মানুষের মানবিক সহায়তায় এগিয়ে এসেছে বিসিএস নবম ব্যাচ ফোরাম।
আজ রাজধানীর পুরান ঢাকার ধোলাইপাড় এলাকায় ফোরামের কল্যাণ তহবিলের আর্থিক সহায়তায় চারশ’ পরিবারের মধ্যে মানবিক সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, চিনি, লবণ ও সেমাইসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।
বিতরণ করা এই সকল নিত্য প্রয়োজনীয় সামগ্রীতে চার সদস্যের একটি পরিবারের এক সপ্তাহ চলবে বলে ফোরামের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার তত্ত্বাবধানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মহসিন, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফসিউল্লাহ, স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কে এম তারিকুল ইসলাম, মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র সহ ফোরামের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএএস/১৫৫০/কেকে