সোমালিয়ার রাজনৈতিক সংকট অবসানের আহ্বান নিরাপত্তা পরিষদের

446

জাতিসংঘ(যুক্তরাষ্ট্র), ২৪ এপ্রিল, ২০২১(বাসস ডেস্ক) : জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে সোমালিয়ার বিবদমান দলগুলোর প্রতি সহিংসতা পরিহার করে জরুরি ভিত্তিতে ও শর্তহীনভাবে আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানিয়েছে।
পরিষদ একইসঙ্গে দেশটির রাজনৈতিক সংকট নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
এতে বলা হয়, নিরাপত্তা পরিষদের সদস্যরা দেশটির রাজনৈতিক অচলাবস্থা ও নির্বাচনের মডেল নিয়ে নেতৃবৃন্দের মধ্যকার মতদ্বৈততা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে।
গত ৩১মার্চ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক শেষে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান করতে সোমালী কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছিল।
দেশটির প্রেসিডেন্ট আবদুল্লাহি মোহামেদ যিনি ফারমাজো নামে পরিচিত। ফেব্রুয়ারি মাসের পর তার বৈধতা সংকটের মুখে পড়ে। কারণ নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই তার চার বছরের মেয়াদ শেষ হয়।
কিন্তু চলতি মাসের প্রথম দিকে পার্লামেন্টের নিম্নকক্ষে একটি বিল পাশের মাধ্যমে তার ক্ষমতার মেয়াদ দুবছর বাড়ানো হয়।
কিন্তু তার এ উদ্যোগকে অসাংবিধানিক বলে এর সমালোচনা করছে দেশটির বিরোধী দল।
নিরাপত্তা পরিষদ তার বিবৃতিতে আরো বলছে, সোমালিয়ার রাজনৈতিক বিশৃঙ্খলার কারনে কর্তৃপক্ষ বন্যা, খরা, কোভিড মহামারি ও সন্ত্রাসী হুমকিসহ অন্যান্য সংকটের দিকে মনোযোগ দিতে পারছে না।