বাসস দেশ-১৩ : আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যালাইন প্রদান

216

বাসস দেশ-১৩
স্যালাইন প্রদান
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যালাইন প্রদান
বরগুনা, ২৪ এপ্রিল, ২০২১ (বাসস) : জেলার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার দুপুর ১টায় ২শ’ প্যাকেট আইভি ও ১ হাজার প্যাকেট খাবার স্যালাইন (ওআরএস) প্রদান করেছে স্থানীয় উন্নয় সংস্থা এনএসএস।
হাসপাতালের জরুরী বিভাগে স্যালাইন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মুনয়েম সাদ।
এনএসএস এর পক্ষ থেকে স্যালাইন হস্তান্তর করেন এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা, নির্বাহী কমিটির সদস্য খায়রুল বাশার বুলবুল। এ সময়ে হাসপাতাল ও এনএসএস এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৩৫৫/নূসী